Latest News

6/recent/ticker-posts

Ad Code

Tapas Roy: বিজেপিতে যোগ দিলেন তাপস রায়

Tapas Roy: বিজেপিতে যোগ দিলেন তাপস রায়

Tapas Roy


বিজেপিতে যোগ দিলেন সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে আজ বিজেপিতে যোগ দিলেন তিনি। ভোটের আগে ব্রিগেডের মুখে বড় ধাক্কা তৃণমূলে।



বিজেপিতে যোগ দিয়ে তাপস রায় বলেন,  "আমি আজ থেকে বিজেপি এবং মোদিজির পরিবারের সদস্য হলাম। যতদিন রাজনীতিতে আছি , এই পরিবারের সদস্য হিসেবে থাকতে চাই। দায়িত্ব যা দেওয়া হবে তা পালন করব। রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে কৃতজ্ঞ আমাকে গ্রহণ করেছে।" 



এদিন তৃণমূলকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, "রাজ্যে যে অরাজকতার পরিস্থিতি, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের সরকার চলছে। যে সরকার আইনের কথা বলে কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না। পশ্চিমবঙ্গ থেকে দলদস্যুদের সরিয়ে শান্তির বাংলা গড়তে পারি সেই লক্ষ্যেই বিজেপিতে যোগ দিলাম। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে ধন্যবাদ। অধিকারীর পরিবারের সঙ্গে সম্পর্ক বহু বছরের। থেকেছি, খেয়েছি, ছাত্র আন্দোলনের সময় থেকে।''



তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে আক্রমণ করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডেলে অভিষেক লেখেন, "ED হানার দুমাসের মধ্যেই বাংলা বিরোধী দলে যোগ দিলেন তাপস রায়। বিজেপি বাংলার মানুষকে কী চোখে দেখে এটাই তার প্রমাণ।''

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code