ভোট ঘোষনার পরই সরকারী অফিস থেকে তরিঘড়ি মুখ্যমন্ত্রীর পোস্টার সরালো সিভিল ডিফেন্সের কর্মীরা

Civil defence



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-


শনিবার দুপুর ৩ টে নাগাদ দেশের ১৮ তম লোকসভা নির্বাচনে দিন ঘোষনা করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আর এই লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরপরই বর্ধমান জেলাশাসক অফিস থেকে মুখ্যমন্ত্রীর ছবি সাটানো পোস্টার খুললো সিভিল ডিফেন্সের কর্মীরা।



জেলা শাসক দপ্তরের নির্দেশ মতো সরকারি পোস্টার খোলা হচ্ছে বলে জানান জেলা সিভিল ডিফেন্সের কর্মীরা।



দেশের ১৮ তম লোকসভা নির্বাচন হবে ৭ দফাতে। নিয়মানুসারে ভোটের দিনক্ষন ঘোষনার পরই সরকারি কোনো অফিস,স্কুল , কলেজ, বিদ্যুৎ পোল সহ যে কোনো সরকারি সম্পত্তির উপর কোনো রকম সরকারি ফ্লেক্স, পোস্টার, পতাকা থাকা নির্বাচন নিয়মানুসারে আইনত অপরাধ। সেবিষয়ে মাথায় রেখেই এই পোস্টার খুলে ফেলেন কর্মীরা।



জেলা শাসক বিধান চন্দ্র রায় বলেন ভোট ঘোষনার পর সরকারি কোনো সম্পত্তি উপর কোনো রকম পার্টি পলিটিক্যাল কোনো পোস্টার,ফ্লেক্স,ব্যানার না থাকে সে বিষয়ে জেলার সমস্ত সরকারি দপ্তরে চিঠি করা হয়েছে। সরকারী সম্পত্তি উপর কোনো পোস্টার ফ্লেক্স ব্যানার থাকলে তা খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানেন জেলাশাসক।