WBPSC Food SI Exam 2024: পরীক্ষার আগে ফুড সাপ্লাইয়ের এসআই প্রার্থীদের বিশেষ বার্তা পিএসসি-র


Exam time


আগামী ১৬ ও ১৭ই মার্চ ৬টই শিফটে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাপ্লাইয়ের এসআই পরীক্ষা। ইতিমধ্যে অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে কমিশন। এবার পরীক্ষার আগে প্রার্থীদের বিশেষ বার্তা দিল কমিশন।



কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেহেতু দুই দিন ব্যাপী ৬ টি আলাদা শিফটে পরীক্ষা হবে তাই কোনও পরীক্ষার্থী পরীক্ষার প্রশ্নপত্র বাড়ি নিয়ে যেতে পারবেন না। প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষার শেষে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র জমা দিতে হবে। এছাড়াও আরও জানানো হয়েছে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের মূল গেট বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে ওই সময়ের আগেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়সীমার পরে কোনও পরীক্ষার্থীকেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।



পাশাপাশি অন্যান্য পরীক্ষার মতো এই পরীক্ষাতেও একাধিক বস্তু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাসের মত ইলেকট্রনিক্স পরীক্ষা কেন্দ্রে নিয়ে ঢোকা যাবে না। এমনকি কোনও পরীক্ষার্থী যদি নিষিদ্ধ বস্তু পরীক্ষাকেন্দ্রে নিয়ে যায় তার দায় পরীক্ষার্থীকেই নিতে হবে।