Lok Sabha 2024: ১৯ ঘন্টা আগে ধন্যবাদ জানিয়েও মত বদল বিজেপি প্রার্থীর, প্রার্থী হতে নারাজ গায়ক পবন সিং
বিজেপি কাকে আসানসোলের জন্য প্রার্থী করে তা নিয়ে ছিল নানা জল্পনা। অবশেষে আসানসোলে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় জনপ্রিয় ভোজপুরী গায়ক পবন সিং এর। আসানসোলে বিজেপির প্রার্থী পবন সিং এর নাম ঘোষনার পরেই কুলটি বিধানসভায় দেওয়াল লিখন শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু জনপ্রিয় ভোজপুরী গায়ক পবন সিং ট্যুইট করে জানিয়ে দেন তিনি আসানসোল থেকে নির্বাচনে দাঁড়াবেন না।
অর্থাৎ আসানসোলে প্রার্থী হচ্ছেন না পবন সিং। নিজেই এক্স হ্যান্ডেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ট্যাগ করে সে কথা জানিয়েছেন ভোজপুরী ‘ললিপপ’ গায়ক।
১৯ ঘন্টা আগে, শনিবার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছিলেন গায়ক। কিন্তু আজ রবিবার এক্স হ্যান্ডেলে পবন লেখেন, “আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না।”
কী এমন ঘটল যে রাতারাতি মতবদল করলেন ভোজপুরী গায়ক? কারন নিজে না বললেও রাজনীতি অভিজ্ঞদের অনুমান আসানসোলে পবন সিং এর নাম প্রার্থী তালিকায় প্রকাশ হওয়ার পরই ব্যাপক সমালোচনা শুরু হয় স্যোসাল মিডিয়ায়। অভিযোগ ওঠে, বাংলার মহিলাদের নিয়ে ‘যৌন উদ্দীপক’, নারী ‘বিদ্বেষী’ গান গেয়েছেন তিনি।
এমনকি আসানসোলের বিজেপি প্রার্থী বদলের দাবি ওঠে দলেরই অন্দর মহলেই। দ্রুত ওই আসনে অন্য কাউকে প্রার্থী করার দাবি জানান তথাগত রায়। লেখেন, “বিজেপি তো আর তৃণমূলের মতো একজন মহিলার খামখেয়ালিপনা দিয়ে প্রার্থী বাছাই করে না। বরং নির্দিষ্ট নিয়ম মেনে সমীক্ষা করে প্রার্থী বাছাই করে। তবে সমীক্ষকরা ভুলের ঊর্ধ্বে নয়। আসানসোলের জন্য নতুন করে ভাবা দরকার।”
এদিকে লড়াইয়ের মঞ্চ থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেখেন, “বাংলার জনতার দুর্দমনীয় প্রতিবাদের জয়।” পবন সিংয়ের সরে দাঁড়ানোকে তৃণমূল নৈতিক জয় হিসেবেই দেখছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊