অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল আশা কর্মী ইউনিয়ন
 |
আশা কর্মী |
সিতাই:
অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল আশা কর্মী ইউনিয়ন। শুক্রবার সিতাই BMOH অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে নিজেদের অধিকারের দাবিতে মিছিল করল আশা কর্মী ইউনিয়ন।
 |
আশা কর্মী |
আশা কর্মীদের দাবি, তাদের দুয়ারে সরকার, খেলা, মেলা পরীক্ষা সমস্ত কিছুতেই থাকতে হচ্ছে। কিন্তু তারা কোন পারিশ্রমিকই পাচ্ছেন না, ইন্সেন্টিভের টাকা বকেয়া রয়েছে, ভাগে ভাগে তাদের ইন্সেন্টিভ প্রদান বন্ধ করত হবে, ভাতা বৃদ্ধি করার পাশাপাশি তাদেরকে সম্মান দিতে হবে।
 |
আশা কর্মী |
আশা কর্মী সুষমা প্রামানিক রায় জানান মূলত আমাদের শিশু ও মায়ের কাজের জন্য নিযুক্ত করা হয়। এই কাজের সাথেও আরও অনেক কাজের দায়িত্ব আমাদের কাঁধে চাপিয়ে দিয়েছে যার কোন রকমের পারিশ্রমিক আমরা পাই না। গত কেন্দ্রীয় বাজেট ও রাজ্য বাজেটে আমাদের কোন কথা উল্লেখই করা হয়নি। এর আগেও আশাকর্মীরা আন্দোলন করেছিল তখন শুধু প্রশংসাই করেছে প্রশাসন। আমাদেরকে পুতুলের মতন ব্যবহার করছে। তাই আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতীর ডাক দিয়েছি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊