আর জেলার বাইরে নয়, হাতের নাগালে এবার উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নিল আনন্দধারা পলিক্লিনিক

Ananda dhara polyclinic




দক্ষিণ দিনাজপুর: 


প্রান্তিক মানুষ সহ এলাকাবাসীদের উন্নতমানের চিকিৎসার জন্য আর যেতে হবে না বাইরে। এমনই এক অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার অন্তর্গত কদমতলী এলাকার আনন্দধারা পলিক্লিনিক। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল এই পলি ক্লিনিকের। ফিতে কেটে নারকেল ফাটিয়ে এই আনন্দধারা পলি ক্লিনিকের শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট বিশেষ অতিথিরা। 



উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রখ্যাত সাহিত্যিক বিশ্বনাথ লাহা, পতিরাম থানার বড়বাবু, সতকার সায়ঙবো, পতিরাম থানার পুলিশ অফিসার বাবুল হোসেন, আনন্দধারা পলিক্লিনিকের তিন কর্ণধার যথাক্রমে- দেবব্রত সাহা, বাপি চাকি, তাপস সরকার সহ ক্লিনিকের অন্যান্যরা। এদিন প্রথম দিনে শুভ উদ্বোধনের পর এলাকাবাসী সহ জেলার সদস্যর বালুরঘাট থেকে প্রচুর মানুষ ডাক্তার দেখাতে আসেন পাশাপাশি ক্লিনিকের তরফে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পরিষেবার প্রধানের সুবিধা পেলেন অনেকেই। 



জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সদস্য বালুরঘাটের পাশেই মধ্যবর্তী স্থান এই পতিরাম। পতিরাম একটি গ্রামীণ এলাকা। প্রচুর মানুষের বাস রয়েছে এই এলাকায়। মূলত নানান ধরনের চিকিৎসা করার জন্য জেলা সহ জেলার বাইরে বিভিন্ন জায়গায় যেতে হয় মানুষদের। যা খরচ সাপেক্ষ ব্যয়বহুল ও হয়রানি রশিকার হতে হয় রোগীসহ তার পরিবারের সদস্যদের। এবার তাদের কথা মাথায় রেখে যাতে জেলার বাইরে সহ অন্য জায়গায় না যেতে হয় সেই কারণে প্রান্তিক এলাকায় প্রতিরাঙ্করের অন্তর্গত কদমতলীতে আনন্দধারা পলি ক্লিনিকের এই অভিনব উদ্যোগ। 



ক্লিনিকের তরফে জানা গিয়েছে, এখানে অত্যাধুনিক চিকিৎসার জন্য উন্নতমানের যন্ত্রপাতি সহ চারটি বিভিন্ন বিভাগের চেম্বার রয়েছে। তাছাড়াও মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জায়গার এমনকি কলকাতা সহ বাইরে রাজ্যের বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তার এখানে উপস্থিত হবেন এবং রোগী দেখবেন। 



এ বিষয়ে আনন্দধারা পলিক্লিনিকের তিন বিশেষ কর্ণধার জানান, " মূলত পতিরাম একটি গ্রামীণ এলাকা। এই এলাকাসহ পার্শ্ববর্তী জায়গার মানুষদের উন্নতমানের চিকিৎসার জন্য বাইরে যেতে হয় যা খরচ সাপেক্ষ এবং ব্যয়বহুল। এবার তাদের কথা মাথায় রেখে একদম হাতের নাগালে উন্নত মানে চিকিৎসা প্রদান করা সহ বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা চিকিৎসা ব্যবস্থা করেছি আমরা এই পলি ক্লিনিকের মধ্য দিয়ে। এখানে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, হার্ট রোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে পারবেন এলাকার মানুষ সহ জেলাবাসীরা। একদম হাতের নাগালে উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আনন্দধারা পলি ক্লিনিক। 



পাশাপাশি আজ থেকে আগামী ১৫ দিন ৮ থেকে ৮০ সকলের জন্য বিনামূল্যে আনন্দধারা পলিক্লিনিকে রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, ইসিজি সহ নানান ধরনের পরিষেবা বিনামূল্যে প্রদান করা হবে। আশা করবো আমাদের এখান থেকে জেলা সহ পার্শ্ববর্তী জেলার মানুষরাও সুবিধা পাবেন"। 



দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার অন্তর্গত কদমতলীতে অবস্থিত আনন্দধারা পলিক্লিনিকের আজ শুভ উদ্বোধন হওয়াতে যেমন খুশি এলাকাবাসীরা তেমনি তারা সাধুবাদ জানিয়েছেন আনন্দধারা পলি ক্লিনিকের এই অভিনব উদ্যোগকে।