দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির





দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। এই দফায় ৭২ আসনের তালিকা প্রকাশ করলো বিজেপি তবে নেই কোনো বাংলার কেন্দ্রের প্রার্থী। এই তালিকায় ৭২ জনের মধ্যে রয়েছেন ৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী ও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। 



এই পর্বে যারা প্রার্থী হলেন তাঁদের মধ্যে সবচেয়ে বড় নাম নীতীন গড়করির। নাগপুর থেকে নীতীন গড়করিকেই দাঁড় করাচ্ছে বিজেপি (BJP)। প্রথমবার ভোটের লড়াইয়ে নামছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল। তিনি লড়বেন মুম্বই উত্তর কেন্দ্র থেকে। হামিমপুর থেকে প্রার্থী হচ্ছেন অনুরাগ ঠাকুর। বিজেপির যুব সভাপতি তেজস্বী সূর্যও ফের টিকিট পাচ্ছেন বেঙ্গালুরু সাউথ কেন্দ্র থেকে।



সদ্য হরিয়ানার কুরসি খোয়ানো মনোহরলাল খাট্টার বিজেপির প্রার্থী হয়েছে কার্নাল কেন্দ্র থেকে। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তির্থ সিং রাওয়াত প্রার্থী হচ্ছেন হরিদ্বার থেকে। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই লড়ছেন হাভেরি আসন থেকে।