সুন্দরবন গৌরব সম্মান পেলেন গণিত শিক্ষক ভাস্কর পাল

World Record Holder Bhaskar Paul recognized as Pride of Sundarban


শিক্ষায়ন ও গাণিতিক চর্চায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুন্দরবনে কর্মরত শিক্ষক ভাস্কর পাল 'সুন্দরবন গৌরব' সম্মানে ভূষিত হলেন। পাল ফিল্ম প্রোডাকশন ও টাইগার নিউজ বাংলার যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সাংসদ প্রতিমা মন্ডল ও বিধায়ক শ্যামল মন্ডল স্বাক্ষরিত এই সম্মান তুলে দেওয়া হয়। 

গত ২৮ জানুয়ারি ক্যানিংয়ে এই সম্মান প্রদান অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সমাজের নানা ক্ষেত্রে সফল গুণী ব্যক্তিবর্গ।

জানা যায় ২০০৮ সাল থেকে ভাস্কর পাল সুন্দরবনের সন্দেশখালির সুকদোয়ানী গাববেড়িয়া দয়ালচাঁদ বিদ্যাপীঠের গণিত বিষয়ে শিক্ষকতা করছেন। ২০১৮ সালে তিনি অল ইন্ডিয়া রেডিও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন। তাঁর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার কথা লিখে পাঠিয়ে, ২০২২ সালে প্যারিসে অবস্থিত রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল থেকে নিবেদিতপ্রাণ শিক্ষকের স্বীকৃতি অর্জন করেন। এরপর ২০২৩ সালে তিনি বিভিন্ন দেশের বিভিন্ন যুগের ১০০ টি ভিন্ন লিপিতে গাণিতিক সংখ্যা লিখে বিশ্বরেকর্ড গড়েন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় শিক্ষা প্রসারে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

উক্ত অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া, রাজনীতি, স্বাস্থ্য, সমাজসেবা, বৃক্ষরোপণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সুন্দরবনের কৃতি মানুষদের 'সুন্দরবন গৌরব' সম্মান প্রদান করা হয়।