দিনহাটা ২নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির


Trinamool Primary Teachers Association




নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:

কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ২নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ‌দিনহাটা ২ নং ব্লকের বামনহাট চক্র সম্পদ কেন্দ্রের তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকদের এক প্রতিনিধি দল।

এদিন বিকেলে ফুলের তোড়া ও উত্তরীয় পড়িয়ে নবনিযুক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ তামাংকে তারা সম্মাননা প্রদান করেন। সেই সাথে শিক্ষকদের এই প্রতিনিধি দল নিজেদের কিছু সমস্যা বিষয়েও সমষ্টি উন্নয়ন আধিকারিককে অবগত করেন। মূলত এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল সহ বিদ্যালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন কার্যাবলিতে বিডিও সাহেবের পূর্নাঙ্গ সহযোগিতার যাতে তারা পায় এ বিষয়ে আবেদন রাখেন তারা।

Trinamool Primary Teachers Association

এ‌ বিষয়ে তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ শিকদার জানান "বিডিও সাহেবের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করলাম। আগামী দিনে আমাদের সব ধরনের সহযোগিতার হাত উনি বাড়িয়ে দেবেন এই আশ্বাস দিলেন।" উপস্থিত ছিলেন তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ শিকদার সহ চন্দন বর্মন ,আবু তালেব রহমান ,সঞ্জয় মুখার্জি, শিবব্রত সরকার ,আবু রেজ্জাক, মন্টু বর্মন ও আরো অনেকে ।