Love Letter: পৃথিবীতে সব থেকে লম্বা প্রেম পত্র ! এক ব্যর্থ প্রেমিকের কথা


Love Letter: পৃথিবীতে সব থেকে লম্বা প্রেম পত্র ! এক ব্যর্থ প্রেমিকের কথা


ভালোবাসায় ধোকা খাওয়া প্রেমীদের প্রেরণা হলেন আসানসোলের অনুপম ঘোষাল যিনি নিজের প্রেমিকার জন্য 327 ফুট লম্বা রোলিং পেপারের ওপর নিজের প্রেম কাহিনী লেখেন। অনুপমের দাবি পৃথিবীতে সব থেকে লম্বা প্রেম পত্র।


ভালোবাসা কী? প্রশ্নটা ছোট হলেও এর উত্তর দেওয়া এতটা সোজা নয়। ভালোবাসা কখন কিভাবে কার সাথে হয়ে উঠবে সেটাও কেউ বলতে পারেনা। একজন মানুষের ভেতর প্রেমের অনুভূতিগুলো যখন প্রথম জাগ্রত হয় কিংবা যখন সে এ ব্যাপারে সচেতন হয়ে ওঠে; তখন থেকেই সে অবচেতন মনে নিজের প্রিয় মানুষটিকে খুঁজে বেড়ায়। রবীন্দ্রনাথের শেষের কবিতার লাবণ্য’র সঙ্গে দেখা হওয়ার পর অমিত রায় বলেছে, “সেই শৈশব থেকে সমস্ত দিন যেন অবচেতন মনে তোমার পায়ের শব্দ শুনে আসছি। মনে হয়েছে, কত অসম্ভব দূর থেকে যে আসছো —তার ঠিক নেই। শেষ পর্যন্ত এসে পৌঁছুলে তো আমার জীবনে।”


তবে এই প্রেমের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে বিরহ ও বিচ্ছেদ। বিচ্ছেদের যাতনা একতরফা ভালোবাসার চেয়েও কঠিন। বিচ্ছেদকাতর প্রেমিক-প্রেমিকাদের কাছে অমর কথাশিল্পী শরৎচন্দ্রের ‘দেবদাস’ তা-ই এখনো অনেক প্রিয়।


এমনি এক বিচ্ছেদের লিখেছেন ৪৮ এর এক প্রেমিক। আসানসোলের কোর্ট মোড়ের বাসিন্দা অনুপম ঘোষাল কলেজ পড়ার সময় প্রতিবেশী বয়স আঠারোর প্রতিমাকে ভালো লাগে। কিছুদিন পর্যন্ত একে অপরের সাথে ইশারায় কথা শুরু করে, এরপর লুকিয়ে লুকিয়ে দেখা করে এবং প্রেমপত্রের মাধ্যমে একে অপরের প্রতি নিজেদের ভাবনার কথা আদান প্রদান করে। এইভাবে পাঁচ বছর ধরে ভালোবাসার গল্প চলতে থাকে। এর মধ্যে একে অপরকে না ছেড়ে থাকার প্রতীজ্ঞায় আবদ্ধ হয়, এরমধ্যে প্রতিমার বাবা প্রতিমাকে নিয়ে কলকাতায় চলে যায়। এরমধ্যে অনুপম প্রতিমাকে অনেক খোঁজার চেষ্টা করো অসফল হয়। এর পর জীবনে একা হয়ে পড়ে অনুপম, সেদিন থেকে আজ পর্যন্ত একে অপরের সাথে দেখা হয়নি। তারপর অনুপম নিজের প্রেমিকার স্মৃতিতে ৩২৭ ফুট লম্বা রোলিং পেপারে নিজের ভালোবাসার গল্প লিখে ফেলে। এইভাবে প্রতিমাকে ছেড়ে প্রায় ২৩ বছর অতিক্রান্ত হয়েছে।


প্রতি বছর ভ্যালেন্টাইন ডে দিন নিজের প্রেমিকা কে লেখা, সেই প্রেমপত্র দেখে এবং পরে নিজের প্রেমিকার সাথে কাটানো সময় গুলি প্রতি মুহূর্ত মনে করে। প্রেমিক অনুপম বলে নিজের প্রেমিকার স্মৃতিতে যে প্রেমপত্র লিখেছে আজকের দিনের সেটি প্রেমিক এবং প্রেমিকাদের শিক্ষা প্রদান করবে কারণ এ প্রেমপত্র প্রেমে পরাজিত এক প্রেমিকের কষ্টর কথা তুলে ধরা হয়ছে।


তবে অনুপম ভয়ে রয়েছে তার লেখা পৃথিবীর সব থেকে বড় প্রেম পত্র চাইলেই সুরক্ষিত রাখতে পারছে না, ইঁদুর তার লেখা প্রেম পত্র নষ্ট করে দিচ্ছে, তাই অনুপম সেই প্রেম পত্র সংরক্ষিত করার জন্য দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে বলেছে তার এই লেখা প্রেম পত্র সংগ্রহালয়ে রাখার ব্যবস্থা করা হয়, নাহলে এই প্রেমপত্র আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। অনুপমের এই প্রেম গল্পের উপর দুটো বাংলা বই ইতি মধ্যে ছাপা হয়ছে।