উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪, জেলা কনভেনারের বিশেষ বার্তা
আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা । আর তার আগেই উচ্চ মাধ্যমিক সেন্টার পড়া বিভিন্ন বিদ্যালয়গুলোতে চলছে শেষের প্রস্তুতি ।
16 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচচ মাধ্যমিক আর তাই আজ বিদ্যালয়গুলোতে সিট নম্বর বসানোর কাজ জোর কদমেই শুরু হয়েছে।
16ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত।।এইবছর জলপাইগুড়ি জেলায় 18500 ছাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।যার মধ্যে ছাত্রী 11হাজার আর ছাত্র 7500 ছাত্র।75টি ভেনু থাকছে।মেন ভেনু17টি ।11টি স্পর্শ কাতর ভেনু থাকছে। পরীক্ষা চলবে তিন ঘণ্টা পনেরো মিনিট। শুরু হবে 9.45 মিনিট এ। শেষ হবে 1টায়।তিন ঘন্টা পনেরো মিনিট চলবে পরীক্ষা । তাই আজ বিভিন্ন বিদ্যালয়গুলোতে পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি সিট নম্বর বসানোর কাজও চলছে।
বৃহস্পতিবার সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে জেলার কনভেনর অঞ্জন দাস এক ভিডিও বার্তায় জানিয়েছেন- এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এর সঙ্গে তিনি এবার জেলার সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের কাছে আবেদন করে বলেন, যে কয়দিন ছাত্র ছাত্রীদের জীবনের অন্যতম এই গুরুত্তপূর্ণ পরিক্ষা চলবে সেই সময় গুলোতে যে কোনো সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেবার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊