Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mukul Roy: চিটফান্ড দুর্নীতি কাণ্ডে মুকুল রায়কে দিল্লীতে তলব ইডির

Mukul Roy: চিটফান্ড দুর্নীতি কাণ্ডে মুকুল রায়কে দিল্লীতে তলব ইডির 

Mukul Roy


আজই ইডির তরফে তলব করা হয়েছে দেবকে। আর ঠিক তারপরেই আরও এক তলবের খবর। কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়কে তলব করেছে ইডি। চিটফান্ড দুর্নীতিতে কৃষ্ণনগরের অশীতিপর বিধায়ক মুকুল রায়কে দিল্লিতে তলব করেছে ইডি। অ্যালকেমিস্ট চিটফান্ড দুর্নীতিতে এই তলব বলে খবর।



এর আগেই অ্যালকেমিস্ট চিটফান্ড দুর্নীতিতে নাম জড়িয়েছিল মুকুলের। এবার সেই দুর্নীতি কাণ্ডে মুকুল রায়কে তলব। তবে মুকুল রায়ের যা শারিরীক অবস্থা দিল্লী গিয়ে ইডির অফিসে হাজিরা দেওয়া সম্ভব নয়। এমনটাই জানিয়েছেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়।



১৯০০ কোটি টাকার অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিং। ঝাড়খণ্ড থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে তাঁর মেয়াদ ফুরানোর আগেই তাঁকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। অ্যালকেমিস্ট চিটফান্ডের ২৩৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। ইডি সূত্রে খবর একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মুকুলের নাম উঠেছে। আর তাই মুকুল রায়কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code