ফেলে এসেছিলেন অ্যাডমিট, পুলিশের সহায়তা পরীক্ষা দেওয়া হল মাধ্যমিক পরীক্ষার্থীর

Madhyamik Exam


পুলিশের সহায়তায় পরীক্ষা দিতে পারলো মাধ‍্যমিক ছাত্রী। ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজ ছিল চতুর্থ দিন। আজ মাধ‍্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে এসে মনে পড়লো এডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে পরীক্ষার্থী। ঘুসুড়ি ভুত বাগানের পরীক্ষার্থী ফতেমা খাতুনের এই ঘটনা ঘটে। 



ফাতেমার সিট পরেছিল বেলুড় হাইস্কুলে। জীবনের প্রথম বড় পরীক্ষায় বড় ভুল করে যখন সে চিন্তায় তখন এগিয়ে এল পুলিশ। ফের একবার মানবিক মুখ পুলিশের। ওই ছাত্রীর মনোবল এতটুকু নষ্ট হতে দেয়নি বালি ট্রাফিক গার্ডের এ এস আই শঙ্কর গোস্বামী। তিনি তরিঘরি করে ওই ছাত্রীকে নিজের বাইকে চাপিয়ে সোজা চলে আসে ছাত্রীর বাড়ি। তারপর বাড়ি থেকে এডমিট কার্ড নিয়ে আবার পরীক্ষা হলে পৌঁছে দেন তিনি।



পুলিশের সহযোগিতায় পরীক্ষা দিতে পেরে খুশি ফাতেমা। এবং ছাত্রীর পরিবার শঙ্কর বাবুকে অনেক ধন‍্যবাদ জানায়। তারা বলে পুলিশ মানবিক না হলে তাদের মেয়ে মাধ‍্যমিক পরীক্ষা থেকে বঞ্চিত হতো। এর আগেও একাধিকবার এরকম নজির দেখা গিয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। ফের একবার মানবিক পুলিশ।