দিনহাটায় পিঠা কান্ড নিয়ে অভিযুক্ত মহিলাকে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির


Trinamool Primary Teachers' Association's memorandum



দিনহাটা:

দিনহাটার হাড়িভাঙ্গা গ্রামে পিঠা কান্ড নিয়ে অভিযুক্ত মহিলাকে গ্রেফতারের দাবিতে দিনহাটা থানায় স্মারকলিপি প্রদান পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির।

প্রসঙ্গত গত ২০ ফেব্রুয়ারী সাহেবগঞ্জ থানায় ৪১ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হারিভাঙ্গা গ্রামের বিজেপির বুথ সভাপতির স্ত্রী রত্না বর্মন। এরপর তিনি ভিডিও বার্তায় মন্ত্রী উদয়ন গুহ সহ দুই তৃণমূল নেতার নামে রাত বারোটায় তৃণমূলের দলীয় অফিসে পিঠে বানানোর জন্য তাকে ডেকে পাঠানো হয় বলে অভিযোগ করেন। এরপরেই সেই ঘটনায় রাজনৈতিক উত্তেজনার পারদ বেড়ে যায়।

গত ২১ ফেব্রুয়ারি মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা রত্না বর্মনের বাড়ি গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কারণ তাদের মন্ত্রী সহ দুই তৃণমূল নেতার নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে। যদিও সেই সময় রত্না বর্মন বাড়িতে ছিলেন না।

সেই ঘটনায় অভিযোগকারী মহিলা মিথ্যে নাটক করেছেন তাই তাকে গ্রেফতার করতে হবে-এই দাবিতে দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে থানায় স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুব্রত নাহা সহ সংগঠনের দিনহাটা মহকুমার শিক্ষক শিক্ষিকারা।