অমানবিক ! মানুষ দেখলেই ভয়ে পালাচ্ছে বেঁচে থাকা অসুস্থ সারমেয়গুলি


dog



দিনহাটা:

বাসন্তীরহাট বাজারের সারমেয় গুলিকে বিষক্রিয়া করে মেরে ফেলার অভিযোগ। বাজার এলাকায় বাসকরা সারমেয়গুলিকে অমানবিক ভাবে মেরেফেলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনার বর্ননা দিতে গিয়ে স্থানীয় এলাকার শিক্ষক মিহির সরকার বলেন- " ছিঃ মানুষের প্রতি ঘেন্না ধরে গেলো। গতকাল রাতে কে বা কারা বাসন্তিরহাটের বাজারের কুকুর গুলিকে কোনো ভাবে বিষ খাইয়ে মারলো। যে কয়টা বেঁচে আছে তারাও অসুস্থ। তারা আর মানুষের কাছে আসছে না। তাদের ও ঘেন্না ধরে গেছে এই জাত এর প্রতি। "

শনিবার বিকেল তিনটা নাগাদ এই বিষয়ে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দেন বাসন্তীরহাট বাজার ব্যাবসায়ী সমিতির কনভেনর কাশীকান্ত বর্মন। তার অভিযোগ পূর্বপরিকল্পনা করে এই ঘটোনা ঘটিয়েছেন কিছু দুষ্কৃতি। কোন অসৎ উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে তার অভিযোগ।

জানাগেছে, ৪ টি সারমেয় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, অসুস্থ রয়েছে আরও বেশ কয়েকটি । স্থানীয় মানুষজন চিকিৎসার জন্য সারমেয়দের পাশে যাওয়ার চেষ্টা করলে তারা ভয়ে পালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত বাসন্তীরহাট বাজারে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। আশঙ্কা করা হচ্ছে বাজারে বড় কোন চুরির পরিকল্পনা করতেই হয়তো রাতের এই প্রহরিদের সরিয়ে ফেলা হয়েছে। কারন রাতের অন্ধকারে দুষ্কৃতীদের অপকর্ম করতে বাঁধা হয়ে দাঁড়ায় এই সারমেয় গুলিই।