Rose Day: আজ রোজ ডে, শুরু হলো ভালোবাসার সাত কাহন
শুরু হলো ভালোবাসার সাত কাহন, আজ রোজ ডে (Rose Day), প্রিয় মানুষকে গোলাপ উপহার দেওয়ার জন্য গোলাপ ফুলের দোকানে ভীড়।
১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইনস ডে। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের সকল প্রেমিকদের প্রেম উদযাপনের উৎসব। প্রিয় মানুষকে গোলাপ দিয়ে শুরু হয় ভালোবাসার সাত দিনের যাত্রা।
গতকাল থেকেই গোলাপ কিনতে দেখা গেছে, আজও গোলাপের দোকানে উপচে পড়া ভীড়। চাহিদা বাড়ায় গোলাপের দামেও ব্যাপক বৃদ্ধি ঘটেছে আজ।
আজ এক একটি গোলাপ বাজারে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকা।যা সাধারণ দিনের তুলনায় অনেকটাই বেশি।
এখানেই শেষ নয়, দ্বিতীয় দিন প্রপোজ ডে (Propose Day), তারপর চকলেট ডে (Chocolate Day), টেডি ডে (Teddy Day) , প্রমিস ডে (Promise Day), হাগ ডে (Hug Day) এবং কিস ডে (Kiss Day) উদযাপন করে সর্বশেষে আসে ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day)।
এভাবেই সাত দিন ধরে চলে ভালোবাসা উদযাপন উৎসব। বিদেশি সংস্কৃতি হলেও বাঙালি প্রেমিকরাও আজ আর কোন অংশে পিছিয়ে নেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊