দিনহাটা রেলযাত্রী ও ব্যবসায়ীদের জন্য জোড়া খুশির খবর
দিনহাটা রেলস্টেশন থেকে যারা উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে যাত্রা করেন তাদের জন্য খুশির খবর। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে আর ২ মিনিট নয়, ৫ মিনিট পর্যন্ত হল্ট করবে দিনহাটা স্টেশনে।
শুধু তাই নয়, ব্যবসায়ীদের জন্যও রয়েছে এক খুশির খবর। যারা উত্তরবঙ্গ এক্সপ্রেসে পার্সেল বুকিং করবেন তাদের আর নিউকোচবিহারে যেতে হবে না, এখন থেকে দিনহাটা স্টেশন থেকেই পার্সেল বুকিং করা যাবে।
আসলে একাধিক দাবীর সাথে এই দুই দাবী ছিলো দীর্ঘদিনের। গত বছর 12ই আগস্ট CRS, PRS কাউন্টার কোচবিহার স্টেশনের মাধ্যমে ডিআরএম আলিপুরদুয়ারের কাছে এবং সেপ্টেম্বর, 2023-এ স্টেশন মাস্টার দিনহাটা স্টেশনের মাধ্যমে ডিআরএম আলিপুরদুয়ারের কাছে একই দাবি জমা দিয়েছিলো দিনহাটা রেল যাত্রী মঞ্চ এবং দিনহাটা নাগরিক মঞ্চ । জানাগেছে চলতি মাসে দিনহাটা ব্যবসায়ি সমিতির থেকেও দিনহাটা স্টেশনে একই দাবী জানানো হয়।
কোচবিহার- দিনহাটা রেল যাত্রী মঞ্চের আহ্বায়ক অধ্যাপক (ড.) রাজা ঘোষ জানিয়েছেন- 'আমাদের এই দাবী ছিলো দীর্ঘদিনের। অবশেষে আজ Northeast Frontier Railway এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে আমরা আনন্দিত।'
Northeast Frontier Railway এর এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয় গোপাল ভৌমিকও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊