Sourav Ganguly: সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করলেন সৌরভ, রাজনৈতিক মহলে জল্পনা!

Sourav Ganguly



সন্দেশখালিতে যাওয়ার পথে ১৪ ফেব্রুয়ারি আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদার-সহ (Sukanta Majumder) বিজেপির কর্মী, সমর্থকদের। টাকি থেকে যখন সুকান্ত মজুমদাররা সন্দেশখালির দিকে যাচ্ছিলেন, সেই সময় তাঁদের আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জেরে সুকান্ত অসুস্থ হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পর সুকান্ত মজুমদারকে টাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি অক্সিজেন সাপোর্টে রাখা হয় বিজেপি নেতাকে।


এরপর সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে, তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। বর্তমানে কলকাতাতেই চলছে সুকান্ত মজুমদারের চিকিৎসা।


সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে যান সৌরভ। সুকান্ত মজুমদারের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাৎ বলেই মনে করছে বিভিন্ন মহল।

কিন্তু সুকান্ত-সৌরভ সাক্ষাৎ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। একুশের বিধানসভা নির্বাচনের আগেও সৌরভের গেরুয়া শিবির যোগের জল্পনা প্রকট হয়েছিল। তাঁর বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নৈশভোজে যাওয়ায় সেই আলোচনায় ঘৃতাহুতি হয়েছিল। এবারও নতুন করে জল্পনা শুরু হয়েছে। দিনকয়েক আগে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতেও হাসপাতালে গিয়েছিলেন সৌরভ।