অনুব্রতহীন বীরভূমে সফরে মুখ্যমন্ত্রী, কি বার্তা দেবেন সেদিকেই তাকিয়ে সকলে
রাত পোহালেই আগামীকাল বীরভূমে দুইদিনের জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের জেলা সফরকে ঘিরে গোটা বীরভূম জুড়ে সাজসাজ রব।যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
শনিবার অন্ডাল এয়ারপোর্ট থেকে সড়কপথে বীরভূমের শান্তিনিকেতনে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতন বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ও ভালোবাসার জায়গা। এদিন রাত্রিতেই আমারকুটির রাঙ্গাবিতান সরকারি রিসটেই থাকবেন মুখ্যমন্ত্রী।
রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বীরভূমের জেলার সদর শহর সিউড়িতে। সিউড়ির চাঁদমারি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যোগদান করবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হিসেবে পরিচিত ডেউচা পাঁচামী। কয়লা খনি প্রকল্পের জন্য জমিদাতাদের সরকারি নিয়োগপত্র তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। অনুষ্ঠানের শেষে সিউড়ি থেকেই আকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
লোকসভা নির্বাচনের মুখে অনুব্রতহীন বীরভূম জেলায় এক বছর পর ফের মমতার জেলা সফর। রাঙাবিতানে শনিবার বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব কে নিয়ে বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো। কাজল কেষ্ট দুই গোষ্ঠীর দ্বন্দ্বে বারবার তপ্ত হচ্ছে বীরভূম। নানুরে কেষ্টগোষ্ঠীর লোকজনদের মারধরের অভিযোগ উঠেছিল কাজলের লোকজনদের বিরুদ্ধে। খুব স্বাভাবিকভাবেই বীরভূমের লালমাটির জেলায় মাটিতে কান পাতলেই দিনের আলোর মতো পরিষ্কার কাজল কেষ্ট দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। দলগতভাবেই এই বিষয়গুলি নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন ? সেদিকেই তাকিয়ে সকলে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী কালীঘাটে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব কে নিয়ে বৈঠকে কাজল কে তিরস্কার করেছিল। কেষ্টহীন বীরভূম জেলায় তৃণমূলের কোর কমিটিতে বাদ পড়েছে কাজল। পরবর্তী সময়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছিল বীরভূমের তৃণমূল পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। এই বিষয়টি নিয়েও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন দলীয় নেতাকর্মীদের ? সেদিকে তাকিয়েও জেলার রাজনৈতিক মহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊