ফের সরগরম বিধানসভা, সাসপেন্ড শুভেন্দু সহ ৬ বিজেপি বিধায়ক
সোমবার বাজেট অধিবেশনে ‘সন্দেশখালি সঙ্গে আছি’ লেখা টিশার্ট গায়ে দিয়ে বিধানসভায় ঢোকেন রাজ্য বিজেপি বিধায়করা। আর তাতেই আপত্তি করেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। শুরু হয় বিক্ষোভ, দিতে থাকেন হুইসেল, এরপর ওয়াক আউট করেন বিধায়করা।
এরপরেই, বিজেপি পরিষদীয় দলকে সাসপেন্ড করার প্রস্তাব ওঠে। আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। প্রস্তাব তোলেন বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ। নির্মল ঘোষের প্রস্তাবকে সংশোধন করে শুভেন্দু সহ। ছয় বিজেপি বিধায়কের সাসপেন্ড করার প্রস্তাব দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়।
সাসপেন্ড নিয়ে শুভেন্দুর মন্তব্য, ‘‘রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিধানসভায় আসেন না। আজ পর্যন্ত বিজেপি বিধায়কদের স্বরাষ্ট্র দফতরের কোনও প্রশ্নের জবাব দেন না তিনি। বিধানসভায় সন্দেশখালি নিয়ে প্রশ্নের জবাবও দেননি। প্রশ্ন তুলে আমরা সাসপেন্ড হয়েছি। সন্দেশখালির মা-বোনেদের সম্মান বাঁচাতে যদি এ ভাবে সাসপেন্ড করা হয়, তা হলে ভয় করব না, লড়াই করে যাব।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊