HS Exam 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া নির্দেশিকা জারি করলো সংসদ
উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া নির্দেশিকা জারি করলো সংসদ। আগামী ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাঁর আগে পরীক্ষা কেন্দ্র গুলিকে স্বচ্ছ, নিরাপদ করতে কড়া বিজ্ঞপ্তি জারি করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষাকেন্দ্রের মূল প্রবেশপথ এবং ভেনু সুপারভাইজারের অফিসে সিসিটিভি বাধ্যতামূলক করলো সংসদ।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এক নির্দেশিকায় জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রের মূল প্রবেশপথ এবং ভেনু সুপারভাইজারের অফিসে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন মনে করলে এর মধ্যবর্তী সময়ে সংসদের নির্দেশে তা জমা দিতে হবে ভেনু সুপারভাইজারকে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।
সাধারণত প্রতিটি পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধানে থাকেন ভেনু সুপারভাইজার। সেই দায়িত্ব পালন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভেনু সুপারভাইজারের অফিস থেকেই প্রশ্নপত্র, পরীক্ষার খাতা বিতরণ হয় এবং পরীক্ষা শেষে সমস্ত ঘর থেকে খাতা গিয়ে সেখানেই জমা হয়। তাই গুরুত্বপূর্ণ নথি গুলোর নিরাপত্তা আর জন্য এবার বাধ্যতামূলক সিসিটিভি।
কোনো রাজ্য সরকারি কর্মীর সন্তানের উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকলে ছুটির আবেদন করলে পাওয়া যাবে ছুটিও। যদি পরীক্ষার্থীর মা ও বাবা উভয়েই সরকারী কর্মী হয় সেক্ষেত্রে যেকোনো একজনের ছুটি মঞ্জুর হবে বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊