Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উচ্চ স্বরে মাইক বাজিয়ে উদ্বোধন হলো রোটারী ক্লাব ও বর্ধমান পৌরসভা উদ্যোগে চক্ষু হাসপাতালের

উচ্চ মাধ্যমিক পরীক্ষার চলাকালীন উচ্চ স্বরে মাইক বাজিয়ে উদ্বোধন হলো রোটারী ক্লাব ও বর্ধমান পৌরসভা উদ্যোগে চক্ষু হাসপাতালের

Rottery eye hospital


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

উচ্চ মাধ্যমিক পরীক্ষার চলাকালীন উচ্চ স্বরে মাইক বাজিয়ে উদ্বোধন হলো রোটারী ক্লাব ও বর্ধমান পৌরসভা উদ্যোগে চক্ষু হাসপাতালের। শুক্রবার রথতলা কাঞ্চন নগর এলাকায় এই চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস, উপস্থিত ছিলেন পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ রোটারী ক্লাবের সদস্য সদস্যারা।




একদিকে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার।আর এরি মধ্যে রোটারী ক্লাব অব বর্ধমান সাউৎ এবং বর্ধমান পৌরসভার উদ্যোগে রথতলা কাঞ্চন নগর এলাকায় উদ্বোধন করা হয় চক্ষু হাসপাতালের। রথতলা কাঞ্চন নগর এলাকায় আগে থেকেই ছিলো পৌর স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রর একটি ভবনে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতো পাশের ভবনটি ছিলো ফাঁকা।এবার স্বাস্থ্য কেন্দ্রের ফাঁকা ভবনটিতে রোটারী ক্লাব অব বর্ধমান সাউৎ এবং বর্ধমান পৌরসভার উদ্যোগে করা হলো এই চক্ষু হাসপাতালের।




বর্ধমান রোটারী ক্লাব অব বর্ধমান সাউৎ এর প্রেসিডেন্ট শ্রাবন্য কুমার দে বলেন ৬৫-৭০ ডেসিবেলের‌ মধ্যে শব্দ নিয়ন্ত্রন ছিলো। তাছাড়া

এটা একটা অন্তরের প্রোগরাম। মানুষের সেবার জন্য।এটা সবসময় করা উচিত। এখানে কোনো পলিটিক্যাল এজেন্ডার নেই।




বিধায়ক খোকন দাস বলেন এই এলাকায় অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে।এই এলার বয়স্ক মায়েদের চোখের সমস্যা নিয়ে অনেকে ক্যাম্প করা হয়েছে।এখানে এই চোখের হাসপাতাল হওয়াতে এই এলাকার পাশাপাশি অন্যান্য এলাকার মানুষেরা উপকৃত হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code