Breaking News: রাজ্যসভার প্রার্থী হচ্ছেন কারা? জানিয়ে দিল বিজেপি

BJP



তৃণমূলের পর রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি। আজ প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। বিজেপির তরফে বাংলা থেকে রাজ্যসভার সাংসদ পদে নির্বাচনে প্রার্থী হচ্ছেন দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।



রবিবার দিল্লী থেকে ঘোষনা করা হয় প্রার্থী তালিকা। বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, কর্ণাটক, পশ্চিমবঙ্গের তালিকা ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের পাঁচটি আসনে ভোট। তার আগে প্রার্থী তালিকা ঘোষনা করলো বিজেপি।




হিসেব অনুযায়ী তৃণমূল চারটি ও বিজেপির একটি আসন পাওয়ার কথা রাজ্যে। আজই তৃণমূলের তরফে চার আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এবার বিজেপির প্রার্থী তালিকায় দেখা গেল দলের মুখপাত্রের নাম।



গতবার উত্তরবঙ্গ থেকে অনন্ত মহারাজকে (Anant Maharaj) রাজ্যসভায় পাঠিয়েছিল বিজেপি, তাই এবার দক্ষিণবঙ্গ থেকে কোনও চেনা মুখকে পাঠাতে পারে বলে মনে করা হচ্ছিল। যেহেতু তৃণমূল ও বিজেপি দু দলই অতিরিক্ত কোনও প্রার্থী দিচ্ছে না তাই ভোটাভুটির সম্ভাবনা নেই তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে দুই দলের প্রার্থীরাই।