সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ মিথ্যা মামলায় আটক সকলকে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল

sandeshkhali cpim


সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ মিথ্যা মামলায় আটক সকলকে নিঃশর্ত মুক্তির দাবিতে জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় রবিবার সন্ধ্যায়। জেলা পার্টি দপ্তরের সামনে থেকে মিছিল বের হয়ে জলপাইগুড়ি শহর পরিক্রমা করে।

প্রতিবাদ মিছিলের স্লোগান ওঠে দুষ্কৃতীদের গ্রেপ্তার না করে প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার কেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জবাব দাও, মা-বোনেদের রাতে তুলে নিয়ে যাওয়া শিবু হাজরা, শেখ শাজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কোতোয়ালি থানার সামনে পৌঁছালে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দীর্ঘক্ষন থানার গেটের সামনে নিরাপদে সরকারের নিঃস্বার্থ মুক্তির দাবিতে বক্তব্য রাখেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক পার্টির জেলা সম্পাদক মন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য।

নেতৃবৃন্দ বলেন শেখ শাজাহান, শিবু হাজরা বিরুদ্ধে মানুষের অভিযোগ তারা তাদের জবরদখলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন আর সেই শিবু হাজরার এফ আই আর এর ভিত্তিতে মিথ্যা মামলা সাজিয়ে সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করলো নির্লজ্জ পুলিশ প্রশাসন। অথচ তারা শেখ শাহজাহান, শিবু হাজরা কে খুঁজে পাচ্ছে না। অত্যাচারী শেখ শাজাহান, শিবু হাজরাকে গ্রেপ্তার না করলে, নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামীতে আন্দোলন আরও জোরদার হবে ।