প্রকাশিত ‘এথেনা’ পিয়ার রিভিউ রিসার্চ জার্নাল
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের গুটিকয় কলেজ বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো সমৃদ্ধ রিসার্চ জার্নাল প্রকাশ করতে সক্ষম হন। নদিয়া জেলার চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয় হলো তার মধ্যে অন্যতম।
চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয় থেকে একটি উল্লেখযোগ্য পিয়ার রিভিউ রিসার্চ জার্নাল প্রকাশিত হয়, সেটি হলো ‘এথেনা’ (ISSN: 2454-1605)। সম্প্রতি এই রিসার্চ জার্নালের একটি নতুন সংখ্যা প্রকাশ পেয়েছে। বর্তমানে এটি হলো পশ্চিমবঙ্গের একটি অন্যতম পিয়ার রিভিউ রিসার্চ জার্নাল।
এটি চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয় থেকে ফি-বছর জুলাই মাসে প্রকাশিত হয়। কলেজ কর্তৃপক্ষ এথেনা জার্নালের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করেছেন। সেই ওয়েবসাইটটি হলো— www.athenajournalcbm.in সেখানে এই জার্নাল সংক্রান্ত সকল বিষয়াদি সাজানো রয়েছে। বিগত সংখ্যাগুলির সফট কপিও জার্নাল কর্তৃপক্ষ ওয়েবসাইটে আপলোড করে দিয়েছেন।
‘অশোককুমার ভাদুড়ী : স্মরণে-মননে’ (২০২৩)। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এথেনা রিসার্চ জার্নালের পথচলা শুরু হয়। ক্রমান্বয়ে এথেনা জার্নাল পশ্চিমবঙ্গ তথা ভারতের গবেষক, অধ্যাপক মহলে মর্যাদাপূর্ণ জায়গা করে নিচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊