কোচবিহারের চিলা রায় পাঠশালার ব্যাপক সাফল্য, ৩৫ জন কলকাতা পুলিশের কনস্টেবল পদে উত্তীর্ণ
কোচবিহারঃ
জেলা পুলিশের অন্যতম প্রচেষ্টা চিলারায় পাঠশালা থেকে ৩৫ জন ছাত্রছাত্রী কলকাতা পুলিশের কনস্টেবল এবং মহিলা কনস্টেবল পদে উত্তীর্ণ হয়েছে। এদিন এই খুশির খবর জানান কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তাদের সংবর্ধনা দেওয়া হয় কোচবিহার পুলিশ লাইনের চিলারায় পাঠশালাতে।
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে শুরু হওয়া এই চিলারায় পাঠশালা থেকে দফায় দফায় প্রচুর ছাত্র ছাত্রী রাজ্য পুলিশের বিভিন্ন শাখায় যোগদান করেছে। এই পাঠশালার অন্যতম শিক্ষক কোচবিহারের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস। এখানে অন্যান্য চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউ গুলিতে কিভাবে প্রস্তুতি নিতে হয় এই বিষয়েও আলোচনা এবং পড়াশোনা হয়।
এবার এই পাঠশালা থেকে ৩৫ জনের মধ্যে ২৬ জন মহিলা কনস্টেবল এবং নয় জন পুরুষ কনস্টেবল হিসেবে কলকাতা পুলিশে যোগদান করেছে। আরো একটি নতুন ব্যাচ তৈরি হচ্ছে। তারাও পরবর্তীতে রাজ্য পুলিশে অংশগ্রহণ করে আইনের রক্ষা করবে বলে জানান কোচবিহার জেলা পুলিশ সুপার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊