Latest News

6/recent/ticker-posts

Ad Code

দীর্ঘ ৫০ বছরের দাবি পূরণ করলেন অভিষেক

বজবজের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো

Abhishek Banerjee


বজবজ:

দীর্ঘ ৫০ বছরের দাবি পূরণ করল ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার বজবজ বিধানসভার অন্তর্গত চড়িয়াল ব্রিজের দ্বিতীয় লেনের শুভ উদ্বোধন করলেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব , রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল । মোট ৫৬ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজের দ্বিতীয় লেনের কাজ সম্পন্ন করা হয়। এর ফলে চড়িয়াল থেকে আছিপুর, অন্য দিকে ফলতা থেকে আমতলা যাতায়াতে সুবিধা হবে। একই সঙ্গে বজবজ রেলস্টেশনে খুব দ্রুত পৌঁছানো যাবে। সামগ্রিক ভাবে যানজটেরও অবসান হবে। 



এদিন অভিষেক বলেন, যখন লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলাম তখন বজবজ এলাকার মানুষজন দাবি করেছিল যে বজবজের এই চড়িয়াল ব্রিজের। আমি কথা দিয়েছিলাম যে আগামী পাঁচ বছরের মধ্যে এই ব্রিজের কাজ সুসম্পন্ন করব। পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে এবং ব্রিজের কাজও সম্পন্ন হয়েছে। আজকের এই বিশেষ দিনে ১৮৯৭ সালে স্বামী বিবেকানন্দ যখন শিকাগো শহর ছেড়ে কলকাতায় আসছিলেন তখন আজকের দিনেই সেই মহাপুরুষের পদধলি এই বজবজের মাটিতে পড়েছিল । ২০১৯ সালে ১৮ ফেব্রুয়ারি আমি এই মাঠ থেকেই কথা দিয়েছিলাম যে আগামী পাঁচ বছরের মধ্যে আপনাদের স্বপ্ন আমি বাস্তবায়িত করব না হলে আপনাদের সামনে মুখ দেখাবো না। পাঁচ বছরের মধ্যেই আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়িত করেছি । স্বপ্ন পূরণ করার নামই হলো তৃণমূল কংগ্রেস। কথা দিয়ে কথা রাখে তৃণমূল । এখন ভারতবর্ষের অন্যতম লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবার । এই মডেলকে বিরোধীরা বারবার কটাক্ষ করে কিন্তু এই কেন্দ্রে যে পরিমাণ উন্নয়নের কাজ হয়েছে গত দশ বছরে সেই পরিমাণ উন্নয়নের কাজ দেশের আর কোন লোকসভা কেন্দ্রে হয়েছে কিনা জানা নেই। উন্নয়নের নিরিখে ডায়মন্ডহারবার এক নম্বর রয়েছে এবং ভোটের ব্যবধানেও ডায়মন্ড হারবার এক নম্বর। ছদিনের মধ্যে আবারও মহেশতলাতে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 



তিনি আরও বলেন, মানুষের দেওয়া কথা এবং মানুষের দেওয়া প্রতিশ্রুতি কাজ পূরণ করে দেখায়। এছাড়াও এই সভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বাংলা থেকে মোদী লুট করছে এবং দিদি বাংলায় দুহাত ভরে বাংলার মানুষদের একের পর এক জনমুখী প্রকল্পের মাধ্যমে মানুষদের পাশে দাঁড়াচ্ছে। এজন্য ১০০ দিনের কাজের বকেয়া টাকা ফেরতের দাবি নিয়ে সরব হতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই বলা চলে আগামী লোকসভা নির্বাচনের আগে একের পর এক প্রতিশ্রুতি পূরণ করতে এখন ব্যস্ত অভিষেক ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code