Latest News

6/recent/ticker-posts

Ad Code

Coochbehar DPSC: কোচবিহারে ধর্ণায় শিক্ষকরা, অবশেষে নোটিশ জারি কাউন্সিলিং এর

Coochbehar DPSC:  কোচবিহারে ধর্ণায় শিক্ষকরা, অবশেষে নোটিশ জারি কাউন্সিলিং এর 


Coochbehar DPSC

কোচবিহার:

সুপ্রীম কোর্টের পর্যবেক্ষণে এবং নির্দেশক্রমে ইতিমধ্যে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, শুধু তাই নয় ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার DPSC গুলি শিক্ষকদের কাউন্সিলিং করে জয়েনিং লেটার দেওয়ায়ও শুরু করেছে। কিন্তু ব্যতিক্রম কোচবিহার ।

কোচবিহারে DPSC এখনো পর্যন্ত শুধুমাত্র প্রকাশিত মেধা তালিকাই নোটিশবোর্ডে ঝুলিয়ে দিয়েছে। কাউন্সিলিং নিয়ে কোন নোটিশ জারি করেনি। এই নিয়ে চিন্তায় ছিলো কোচবিহারের ৩৬৭ জন শিক্ষক। ফলে আজ সকাল থেকে ধর্ণায় বসেন তারা। 

প্যানেলভুক্ত এই শিক্ষকরা জানিয়েছেন, ইতিমধ্যে তারা DPSC তে এসে  কাউন্সিলিং এর তারিখ দ্রুত দেওয়ার দাবী করেছেন, সেই সাথে কাউন্সিলিং যাতে স্বচ্ছতার সাথে হয় সেই দাবীও রেখেছেন। অথচ এখনো পর্যন্ত কাউন্সিলিং এর তারিখ জানায়নি কোচবিহার DPSC.

আজ কাউন্সেলিং এর দাবিতে কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে বিক্ষোভে অবস্থান কর্মসূচি নেন টেট পাস শিক্ষকরা।

অবশেষে কাউন্সিলিং এর তারিখ ঘোষণা করলো কোচবিহার DPSC. তবে মাত্র একদিনের সময় সিমায় আগামী কাল উৎসব অডিটোরিয়ামে সকাল ৯ টা থেকে শুরু হবে কাউন্সিলিং। 

notice



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code