NBSTC: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় ৩১টি বাসের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
কোচবিহার:
উত্তরবঙ্গের সব থেকে বড় প্রতিষ্ঠান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় নতুন পালকের সঞ্চার ঘটলো। এদিন ভার্চুয়ালি নতুন ৩১টি বাসের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এনবিএসটিসি (N.B.S.T.C.) চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, মাস দুয়েক আগে কোচবিহারে প্রথম পর্যায়ের ৩১টি নতুন বাস এসে পৌঁছেছে। সেই বাসগুলি বিভিন্ন রুটে চলাচল করবে। তাই কোলকাতা থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বাস গুলির উদ্বোধন করলেন এদিন।
এদিন কোচবিহারে পার্থ প্রতিম রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো জানান, প্রথম পর্যায়ের ৩১টি বাস প্রত্যেকটি ডিভিশনের বিভিন্ন রুটে চলাচল করবে, শুধু তাই নয় বেশ কিছু রুটে যেগুলো পুরনো বাস রয়েছে সেই বাস গুলির বদলে নতুন বাস সেই রুট গুলিতে চালানো হবে বলেও তিনি জানান। দ্বিতীয় পর্যায়ের বারোটি বাস এবং তৃতীয় পর্যায়ের সিএনজি বাস খুব দ্রুত এসে পৌঁছাবে কোচবিহারে এমনটাই জানিয়েছেন তিনি।
একদিকে যেমন এনবিএসটিসির (N.B.S.T.C.) বাস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি বালুরঘাট এবং শিলিগুড়িতে এনবিএসটিসির (N.B.S.T.C.) দুটি প্রকল্পের উদ্বোধনও করলেন, এমনটাই জানিয়েছেন পার্থপ্রতিম রায়।
এদিনের অনুষ্ঠান থেকে এনবিএসটিসির (N.B.S.T.C.) আয় সংক্রান্ত হিসাবও সকলের সামনে তুলে ধরেন পার্থ বাবু। যাত্রী পরিষেবাকে আরো সুন্দর করে তোলার লক্ষ্যে আগামী দিনে একাধিক পদক্ষেপ এবং চিন্তাভাবনা রয়েছে এনবিএসটিসির এমনটাই পার্থপ্রতিম রায় এদিন জানান। এই নতুন বাস গুলির মধ্যেই থাকছে সরাসরি কোচবিহার থেকে দার্জিলিং যাওয়ার বাস। এখন আর শিলিগুড়ি ভায়া দার্জিলিং যেতে হবে না। কোচবিহার থেকে সরাসরি শিলিগুড়ি যাওয়া যাবে। দূরপাল্লার রুট গুলির ক্ষেত্রেও বেশকিছু পরিবর্তন করা হচ্ছে বাসে। সব মিলিয়ে সেজে উঠছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊