নবীন বরণ, মেধা সম্মাননা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান নবোদয় গুরুকুল কিডজির
সীমান্তবর্তী শহর দিনহাটার ওকরাবাড়ির নবোদয় গুরুকুল কিডজি কেজি স্কুলে অনুষ্ঠিত হল নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও মেধা সম্মাননা প্রদান অনুষ্ঠান। এদিন সকাল ১১টায় অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আরিফ হোসেন। এদিন নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের রাখি পড়িয়ে চকলেট ও কলম উপহার দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষিক ও শিক্ষিকারা। পাশাপাশি প্রতিটি ক্লাসের কৃতি ছাত্রছাত্রীদের পুরষ্কৃত করা হয়। চতুর্থ শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে যে সকল ছাত্রছাত্রী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাঁদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ছাত্রছাত্রীদের নৃত্য, আবৃত্তিতে এক জমজমাট অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন।
মম চিত্তে গানের নৃত্যে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রী ইফসিতা। ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবকাদের মধ্যে বেশ উন্মাদনা চোখে পড়ে এদিন। মেধা সম্মাননা পেয়ে যেমন খুশি একদল ছাত্রছাত্রী তেমনি বিদায়ি ছাত্রছাত্রীরা চোখের জলে মন ভার করে শিক্ষক শিক্ষিকাদের থেকে বিদায় সংবর্ধনা গ্রহন করে। নবীন বরণে খুশি কচিকাঁচারাও। বিদ্যালয়ের এরুপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।
বিদ্যালয়ের অধ্যক্ষ আরিফ হোসেন জানান, ৫৫ জন ছাত্রছাত্রীর নবীন বরণ ছিল উপস্থিত ছিল ৪০ জন, ১৮ জন ছাত্রছাত্রীকে মেধা সম্মাননা প্রদান করা হল। সকলের প্রচেষ্টা ও সহযোগিতায় আমরা আরও অনেকদূর এগিয়ে যাবো আশাবাদী। পাশাপাশি বিদায়ী ছাত্রছাত্রী ও বর্তমান ছাত্রছাত্রীদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের বার্তা দেন তিনি। অধ্যক্ষের ভাষনেই সমাপ্তি ঘটে অনুষ্ঠানের।
বিদ্যালয়ের শিক্ষক আব্দুল রফিক জানান, অধ্যক্ষ স্যারের উদ্যোগে ও সকলের পরিশ্রমে অনুষ্ঠান সার্থক হয়েছে তবে বেশ কিছু ছাত্রছাত্রী অনুপস্থিত। সকল ছাত্রছাত্রী থাকলে আরও ভালো লাগতো। ছাত্রছাত্রীদের পারফরম্যান্স সুন্দর হয়েছে। শিশুদের ভবিষ্যত গড়ার লক্ষ্যে আমরা কাজ করে চলছি কাজ চালিয়ে যাবো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊