আসন্ন বসন্ত উৎসব উপলক্ষ্যে প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ে তৈরী হলো ভেষজ রং
শীতের আমেজ শেষ মানেই বসন্তের আগমন। আর এই বসন্ত কালে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে বসন্ত উৎসবে গা ভাসিয়ে দিতে, বসন্তের রঙে রঙিন হয়ে উঠতে। কিন্তু এই আমেজ অনেক ক্ষেত্রে বিষণ্ণ হয়ে ওঠে বাজারজাত বিভিন্ন রাসায়নিক রংয়ের বিষক্রিয়ায়। তাই এই রংয়ের উৎসবে বিশুদ্ধ আনন্দে মেতে উঠতে ভেষজ রং তৈরির উদ্যোগ নিলেন দিনহাটা ২ নং ব্লকের দক্ষিণ কিশামত দশগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সৈকত সরকার।
সোমবার সৈকতবাবু বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বাজারজাত রাসায়নিক রং নিয়ে সাবধান করার পাশাপাশি তাদের নিয়ে ভেষজ রং তৈরী করলেন বিদ্যালয় প্রাঙ্গণেই। গাজর, বীট, গাঁদাফুল সহ আরও অন্যান্য জৈব পদার্থ ব্যবহার করে জৈবিক উপায়ে রং তৈরী করলেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊