'যারা এলাকায় সন্ত্রাস করছে তাদের নামের তালিকা করা হচ্ছে,কাউকে ছাড়া হবেনা'- নিশীথ প্রামাণিক

 
nisith pramanik



দিনহাটা:

রাজ্যে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে সাহেবগঞ্জ থানায় বিক্ষোভে বিজেপি মহিলা মোর্চার। রবিবার দুপুর দুটো নাগাদ দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। এদিন থানা ঘেরাও করে বিক্ষোভের পাশাপাশি দিনহাটা থানার আইসিকে লিখিত স্মারকলিপি প্রদান করে বিজেপি মহিলা মোর্চার এক প্রতিনিধি দল।

উপস্থিত ছিলেন জেলা বিজেপি মহিলা মোর্চার সহ সভানেত্রী জাহ্নবী রায়, দিনহাটা এক নম্বর মন্ডল বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী কল্পনা বর্মন, দুই নম্বর মন্ডলের সভানেত্রী মাম্পী বর্মন সরকার, তিন নম্বর মন্ডলের সভানেত্রী রাধা রায়,চার নম্বর মন্ডলের সভানেত্রী মলিনা বর্মন থেকে শুরু করে দুই শতাধিক মহিলা মোর্চার কর্মীরা।

এদিকে এই কর্মসূচি নিয়ে মহিলা মোর্চার নেতৃত্বরা বলেন পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হওয়া সত্ত্বেও সন্দেশখালিতে যে বর্বরোচিত ঘটনা মহিলাদের সঙ্গে ঘটছে তার ধিক্কার জানাই। এছাড়াও যাতে দিনহাটা দুই নম্বর ব্লকে সন্দেশখালি না হয় সেই কারণে সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায়কে লিখিত স্মারকলিপি প্রদান করি এবং এলাকায় সন্ত্রাস দমনে যেন তিনি কঠোর পদক্ষেপ নেন সেই বিষয়ে অনুরোধ করা হয়।

অপরদিকে গিতালদহে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। রবিবার দুপুর আড়াইটা নাগাদ সিতাই বিধানসভার গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামের আক্রান্ত বিজেপি কর্মী মন্টু মিয়ার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করার পাশাপাশি তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নিশীথ প্রামাণিক।

এদিন সেখানে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে নিশীথ প্রামানিক বলেন যারা এলাকায় সন্ত্রাস করছে তাদের নামের তালিকা করা হচ্ছে আগামী দিনে তাদের কাউকে ছাড়া হবেনা। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, সন্দেশখালিতে মহিলাদের উপর বর্বরোচিত অত্যাচার এবং তৃণমূল নেতাদের সন্ত্রাসের বিরুদ্ধে সরব হন তিনি। তিনি আরো বলেন সময় খুব ঘনিয়ে আসছে তৃণমূল কংগ্রেস রাজ্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।