Nawsad Siddique: সন্দেশখালি যেতে বাধা, গ্রেপ্তার নওশাদ


Nawsad Siddique


সন্দেশখালি যাওয়ার পথে বাধা। সায়েন্স সিটির কাছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিতে আটকায় পুলিশ। প্রবল তর্কাতর্কির পর তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।


এর আগেও সন্দেশখালি যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছে একাধিক বিরোধী নেতা নেত্রীদের। সোমবার সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। এদিন সায়েন্সসিটির সামনে বাধা দেওয়া হয় তাঁকে। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক।


নওশাদ জানান, সন্দেশখালি ছাড়াও এদিন আরও একটি অন্য কর্মসূচি রয়েছে তাঁর। বেশ কিছুক্ষণ বচসার পর, পুলিশ গ্রেপ্তার করে তাঁকে।


নওশাদ সিদ্দিকি বারবার বলেছেন, তাঁকে কেন গ্রেপ্তার তা বুঝতে পারছেন না তিনি নিজে। পুলিশের প্রতি আক্রমণ শানিয়েছেন তিনি। এদিন ক্ষুব্ধ নওশাদ বলেন, "বাংলায় স্বৈরতন্ত্র চলছে।" তিনি আরও প্রশ্ন করেছেন, সায়েন্সসিটির সামনে ১৪৪ ধারা নেই, সন্দেশখালি থেকে ৬২ কিমি দূরে  কেন  গ্রেপ্তার, তা নিয়েও প্রশ্ন তোলেন। 


পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সিআরপিসি ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। অর্থাৎ, নওশাদ সন্দেশখালিতে গেলে, সেখানকার আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, তা দেখিয়েই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।