জাতীয় শিক্ষানীতি 2020'র বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক



A call to build a movement against various policies of the National Education Policy 2020



অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ডাকে আজ নয়া দিল্লির গালিব ইন্সটিটিউট অডিটোরিয়ামে সর্বভারতীয় সম্মেলনে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত কয়েক শত শিক্ষানুরাগী শিক্ষক, অধ্যাপক, শিক্ষাবিদ মিলিত হয়ে জাতীয় শিক্ষানীতি 2020'র বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দেন।


এই সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখার কথা ছিল বিশিষ্ট ঐতিহাসিক অধ্যাপক ইরফান হাবিব মহাশয়ের কিন্তু তিনি অসুস্থ থাকায় তাঁর ভিডিও বার্তার মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। শোক প্রস্তাব পাঠ করেন কমিটির সভাপতি শ্রী প্রকাশ এন শাহ, মূল প্রস্তাব পাঠ করেন অধ্যাপক প্রদীপ মহাপাত্র।

A call to build a movement against various policies of the National Education Policy 2020

এরপর আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ফকরান কামার (প্রাক্তন উপাচার্য), অধ্যাপক চন্দ্রশেখর চক্রবর্তী, অধ্যাপক সচ্চিদানন্দ সিনহা, অধ্যাপক এল জওহার নেশান, অধ্যাপক দেবাশিস চক্রবর্তী সহ দেশের বিখ্যাত শিক্ষাবিদ গণ।


সম্মেলনে সভাপতিত্ব করেন কমিটির স্থায়ী সভাপতি শ্রী প্রকাশ এন শাহ এবং সম্মেলনের শুরুতেই এই সম্মেলনের তাৎপর্য ও গুরুত্ব আগত প্রতিনিধিদের কাছে তুলে ধরেন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ কান্তি নস্কর।