Latest News

6/recent/ticker-posts

Ad Code

১০ ইনিংস পর টেস্ট ক্রিকেটে রোহিত রাজ

১০ ইনিংস পর টেস্ট ক্রিকেটে রোহিত রাজ

Rohit Sharma


অবশেষে খড়া কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জ্বলে উঠলো অধিনায়ক রোহিত শর্মা। ১০ ইনিংস পর টেস্টে শতরান হাঁকিয়ে বুঝিয়ে দিলেন তিনি একা হাতেই বিপক্ষের বোলিংকে ব্যাকফুটে ঠেলে দিতে পারেন। গত বছরের ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ২২১ বলে ১০৩ রান করেন রোহিত। এবার ঘরের মাঠে ইংল্যাণ্ডের বিরুদ্ধে শতরান।



মার্ক উড এবং টম হার্টলির দাপটে একটা সময় মাত্র ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। রোহিত ও জাদেজার ব্যাটে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। ব্যাট অধিনায়কের দুরন্ত শতরানের সাক্ষী হয়ে থাকলে ক্রিজের অপরপ্রান্তে থাকা রবীন্দ্র জাদেজা। চাপের মুখে চুপসে না গিয়ে নিজের মেজাজেই বাইশ গজে নেতৃত্ব দিলেন রোহিত। নিজের ১১ তম শতরান পূর্ণ করে তিনি বুঝিয়ে দিলেন টেস্ট ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার বাকি তাঁর।



এদিন বিশাখাপত্তনম টেস্টে ২০৯ রান করা যশস্বী জসওয়াল ফেরেন ১০ করে, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানো গিল ফেরেন শূন্য হাতে। রজত পাটিদার ফেরার পর ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করলো রোহিত-জাদেজা জুটি। হিটম্যানের হিটে শ্বাস পেল ভারতের ইনিংস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code