Mimi Chakrobarty: জল্পনা উস্কে লোকসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ মিমির


গত শনিবার নিজের সংসদীয় এলাকা ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev)। উস্কে দিয়েছিল জল্পনা। সর্বশেষ সেই জল্পনার ইতিও হয়েছে। এবার আচমকাই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আর তার ইস্তফার পরেই নয়া জল্পনার সূত্রপাত বাংলার রাজনীতিতে।



যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। সোমবার আচমকাই পদে থাকা ভাঙড়ের ২ নম্বর ব্লকের জিরানগাছা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে পদত্যাগ করলেন তিনি। সূত্রের খবর, নলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। আচমকাই এই সিদ্ধান্তের কারণ এখনও স্পষ্ট নয়।



মিমি চক্রবর্তী, বলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী। বোঝে না সে বোঝে সে সিনেমা দিয়ে নজর কেড়েছেন তিনি। রাজনৈতিক জীবনেও যথেষ্ট দাগ কেটেছেন মিমি। তারকা সাংসদ যাদবপুরের সাংসদ। তাঁর প্রশাসনিক পদ থেকে আচমকাই পদত্যাগ নয়া জল্পনার সৃষ্টি করেছে। এখন দেখা যাক কি হয়।