Mamata Banerjee : গ্রেফতার হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? ইঙ্গিতপূর্ণ বার্তা

Mamata Banerjee


পাঁচ দিনে সাতটি জেলায় ঝটিকা সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরে প্রায় প্রতিদিনই তাঁর গলায় উঠে আসছে কেন্দ্রীয় এজেন্সির দ্বারা আক্রমণের কথা। এদিকে বুধবারই ED-র হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং 'INDIA' জোটের শরিক JMM-এর প্রধান মুখ হেমন্ত সোরেন। এরপর বৃহস্পতিবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পোরে আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব।' আরও বলেন, 'নির্বাচনে জেতার জন্য় সবাইকে জেলে পুরছেন। আমাদের সবাই চোর। আর আপনারা সাধু? চোরেদের জমিদার, জোদ্দার, চোরের মায়ের বড় গলা, শূন্য় কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে, তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে। কাল ক্ষমতায় থাকবে না। সব উধাও হয়ে যাবে।'



মুখ্যমন্ত্রীর এরুপ মন্তব্যে জবাব দিতে দেরি করেননি রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত ভট্টাচার্য। সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হবে ‘চম্পাই ব্যানার্জি’কে খোঁজার জন্য এখন থেকে শুরু করে দেওয়া। কারণ, বাই চান্স যদি ওঁকে গ্রেফতার হতে হয়, কাউকে তো মুখ্যমন্ত্রী বানাতে হবে।'



ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ইডির হাতে গ্রেফতারি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে দেশীয় রাজনীতিতে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বার্তা, "দিল্লি জয় আমরাই করব। বাংলাই পথ দেখাবে।" পাশাপাশি ফের একবার একলা চলো নীতির বার্তা দিয়ে তিনি বলেন, "বাংলায় আমরা একাই লড়ব। তার কারণ আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য।"



তিনি বিজেপির নেতাদের কোকিল বলে কটাক্ষ করে প্রশ্ন করেন, কাকে চান? যারা ৩৬৫ দিন আপনাদের সাথে থাকবে নাকি তে কুহু কুহু ডেকে পালিয়ে যাবে? ৩৬৫ দিনের পাহারাদার চান? না কাকে চান? আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে? ভরসা আছে? আস্থা আছে? '



লক্ষ্মীবারে চৈতন্যভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় যেমন উঠে এল বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ, তেমনই কোথাও যেন শোনা গেল আশঙ্কার কথা।