Dating and Relationship: ডেটিং এন্ড রিলেশনশিপ- প্রেমের সহজপাঠ ! ভাইরাল নবম শ্রেণির পাঠ্যবই
সময়ের সাথ তাল মিলিয়ে যুগোপযোগী পাঠ্যসূচী করতে গিয়েই কি সমালোচনার মুখে নবম শ্রেণির পাঠ্যবই (CBSE Class 9 Book ) ? সম্প্রতি আলোচনার শীর্ষে রয়েছে এমনই এক বিষয়। হঠাৎ করেই নবম শ্রেণির পাঠ্যবাই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
'ডেটিং এন্ড রিলেশনশিপ' নামে এক অধ্যায়ের (CBSE Class 9 Book ) সংযোজন করেই ভাইরাল সিবিএসই'র নবম শ্রেণির পাঠ্যবই (CBSE Class 9 Book )। ডেটিং এবং সম্পর্ক'-এর জটিলতার বিষয়ে গোটা একটা চ্যাপ্টার রয়েছে সেই পাঠ্যবইয়ে। যা চিরাচরিত পড়াশোনার বিষয়ের বাইরে। ক্রাশ এবং বিশেষ বন্ধুত্বের মতো বিষয়গুলি সাধারণ গল্প এবং উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। যা নিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে হইচই।
প্রেমের মুকুল যে কোন বয়সে প্রস্ফুটিত হতে পারে, তবে কিশোর জীবনের প্রেম সর্বদা অন্য মাত্রার। এই কিশোর বয়স বা বয়সন্ধিকালীন সময়েই প্রেম সম্পর্ক জীবনে ব্যাপক প্রভাব ফেলে। বিশেষ করে ভারতে, এই প্রেম বিষয়ে কথা বলা যেনো অপরাধ। ফলে প্রেম বিষয়ে সঠিক তথ্য না পেয়ে অনেক ক্ষেত্রেই এমন সব ভুল করে বসে যা তার জীবনটাকেই শেষ করে দিতে পারে।
আর তাই সিবিএসই ক্লাস ৯-এর পাঠ্যবইয়ে (CBSE Class 9 Book ) নিয়ে এসেছে 'ডেটিং এন্ড রিলেশনশিপ' বিষয়ে আস্ত একটা অধ্যায়। সিবিএসই-র পক্ষ থেকে এমন একটি প্রগতিশীল পদক্ষেপ নেওয়া হয়েছে, যা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ডেটিং এবং সম্পর্কের সূক্ষ্মতা নিয়ে আলোচনা করার জন্য 'ঘোস্টিং', 'ক্যাটফিশিং' এবং 'সাইবারবুলিং' এর মতো জনপ্রিয় ডেটিং শব্দগুলিও ব্যাখ্যা দেওয়া হয়েছে।
যদিও নেটিজেনরা অবাক হয়েছেন, নাক কুঁচকেছেন আবার অনেকের মতে সিবিএসই-র আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয় অধ্যায়গুলি চালু করার সাহস দেখিয়েছেন যা প্রশংসনীয়। তবে আপনার কি মনে হয়? জানান আমাদের কমেন্ট বক্সে।
9th class textbooks nowadays 🥰🙏🏻 pic.twitter.com/WcllP4vMn3
— khushi (@nashpateee) January 30, 2024
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊