ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী, ৪৮ ঘন্টা পরেই উড়ে যাবেন দিল্লী
শুক্রবার থেকে কলকাতার রেড রোডে ৪৮ ঘন্টা ধরনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেকথা জানিয়েও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, টানা ৪৮ ঘন্টা ধরনা শেষে দিল্লীর উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ ফেব্রুয়ারি দিল্লি(Delhi) যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, দিল্লী গিয়ে ৭ই ফেব্রুয়ারি ওয়ান নেশন ওয়ান ইলেকশনের হাই লেভেল কমিটির বৈঠকে যোগ দিতে পারেন তিনি। ওয়ান নেশন ওয়ান ইলেকশনে যে সম্মতি নেই তাই আগেই জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ ফেব্রুয়ারি আবার কলকাতায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী, এমনটাই খবর।
একশো দিনের কাজ-সহ কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থের দাবিতে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন আর তারপর ধরনায় বসবেন আগেই জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতোই ২র ফেব্রুয়ারি ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহ এবং বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে তৃণমূল নেত্রী ও বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, শুক্রবার থেকে কলকাতার রেড রোডে ধরনায় বসবেন তিনি।
এদিকে ২রা ফেব্রুয়ারি রয়েছে দুই বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক। রাজপথে বসেই সেই বৈঠক সাড়বেন বলে খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊