Madhyamik Exam 2024: শুরু হয়েছে মাধ্যমিক, প্রয়োজনে কন্ট্রোল রুমের নম্বর
আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। বেলা ১২টার পরিবর্তে এবছর পরীক্ষা ৯টা ৪৫ মিনিটে। চলবে ১টা পর্যন্ত। যেকোনো রকম প্রয়োজনে শিক্ষার্থী থেকে অভিভাবক অভিভাবকাদের সুবিধার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। যেকোনো অভিযোগ, যেকোনো প্রয়োজনে কন্ট্রোল রুমে ফোন করার সুযোগ থাকছে।
পর্ষদের কন্ট্রোল রুমের যোগাযোগে
পর্ষদের পরীক্ষা বিভাগের সঙ্গে যোগাযেগের ই-মেল আইডি হল: examwbbse@gmail.com
প্রয়োজনে যোগাযোগ করা যাবে পর্ষদের কন্ট্রোল রুমে। নম্বরগুলি হল: 033-2359-2277, 2321-3844
উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের নম্বর: 9147135748.
পাশাপাশি, বর্ধমান আঞ্চলিক অফিস: 9147135747
এবং মেদিনীপুর আঞ্চলিক অফিসের নম্বর হল: 9147135752
এবার পরীক্ষায় বসবে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। এবার থেকে মাধ্যমিকের সময় সূচিতে এসেছে বদল। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা দিয়েছেন বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর। পাহাড়ে পরীক্ষার হলে রাখা হবে রুম হিটার, বালুরঘাটে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊