Mahua Maitra: দেব, মুকুলের পর এবার মহুয়া মৈত্রকেও তলব ইডির
দেব, মুকুলের পর এবার মহুয়া মৈত্রকেও তলব ইডির। আজ যেন চলছে শুধু তলবই তলব। প্রথম গরু পাচার মামলায় আর্থিক তছরুপে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে তলব করে ইডি। এরপর জানা যায়, মুকুল রায়কেও তলব করেছে ইডি। চিট ফাণ্ড দুর্নীতি মামলায় বিধায়ককে তলব করেছে ইডি। এবার মহুয়া। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে বরখস্ত সাংসদ মহুয়া মৈত্রকে তলব ইডির।
সূত্রের খবর, সংসদে প্রশ্ন বিতর্কেই মহুয়ার বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের তদন্ত করবে ইডি(ED)। আগামী সোমবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি মহুয়াকে তলব করেছে ইডি।
প্রসঙ্গত, ব্যবসায়ী বন্ধুর থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে সাসপেন্ড হন মহুয়া। তা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও এখনও মেলেনি রায় এর মাঝেই ইডির মুখোমুখি হতে হবে মহুয়াকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊