Latest News

6/recent/ticker-posts

Ad Code

লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী কমিটি ঘোষণা বঙ্গ বিজেপির

লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী কমিটি ঘোষণা বঙ্গ বিজেপির 

Dilip, Suvendu, sukanta




সামনেই লোকসভা নির্বাচন। আর লোকসভা ভোটের আগে ২০ সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি। কমিটিতে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বাংলা থেকে চারজন কেন্দ্রীয় মন্ত্রী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা। তবে নাম নেই মিঠুন চক্রবর্তীর। সংগঠন নেই, বিজেপিকে খোঁচা তৃণমূলের।



২০ জনের কমিটিতে সাধারণ সম্পাদক রয়েছেন পাঁচজন। লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মণ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে নাম রয়েছে চারজনের – অমিত মালব্য, সুনীল বনশাল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া। কমিটিতে রয়েছেন সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) সতীশ ধন্দ। মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং জন বার্লাও। কমিটিতে রয়েছেন পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, দুই সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। 



লোকসভা নির্বাচনের জন্য সল্টলেকের বিজেপি দফতরে চূড়ান্ত কমিটি তৈরি করা হয়। উল্লেখ্য কমিটিতে একই পদে কাজ করবেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। সাথে দিলীপ ঘোষও। তবে কমিটির চেয়ারম্যান কে হবেন সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর।সরকারিভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা না হলেও লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code