Koustav Bagchi Joins BJP: BJP-তে যোগ দিলেন কৌস্তভ বাগচী
BJP-তে যোগ দিলেন কৌস্তভ বাগচী। গতকালই কংগ্রেস ত্যাগ করেছেন কৌস্তুভ আর তারপরেই জল্পনা বাড়ছিল বিজেপিতে যোগদান নিয়ে। শেষমেষ জল্পনা সত্যি করে বিজেপিতে যোগ দিলেন এই কংগ্রেসি নেতা। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন BJP-তে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা।
বুধবারই কংগ্রেসের দলীয় পদ থেকে ইস্তফা দেন কৌস্তভ। কংগ্রেস হাইকমান্ডের পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতিকেও ইস্তফা পত্র পাঠিয়ে দেন কৌস্তুভ। পদত্যাগের পর তিনি জানান, কৌস্তভ জানান, রাজনৈতিক সত্তা হারিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের আর গুরুত্ব নেই পশ্চিমবঙ্গে।
আজ বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে সাংবাদিক বৈঠকে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন কৌস্তুভ বাগচী। এদিন আরও তিনজন যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁরা হলে শংকর বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের গ্রিভান্স সেলের চেয়ারম্যান ছিলেন তিনি। সিদ্ধার্থ মজুমদার, গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি। এছাড়া চিকিৎসক সৌমিত্র দত্ত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊