Jasprit Bumrah: ইতিহাস গড়লেন বুমরাহ, প্রথম ভারতীয় হিসেবে নয়া নজির

Bumrah


প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসেবে নয়া নজির গড়লেন বুমরাহ। কিছুদিন আগেই লাল বলের ক্রিকেটে ১৫০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন জসপ্রীত বুমরাহ। এবার ভারতীয় ক্রিকেটার ইতিহাসে এক বিরল নজির গড়েছেন বুমরাহ। যা করে দেখাতে পারেননি আর কোনো ফাস্ট বোলার।




বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি প্রকাশিত টেস্ট বোলারের ক্রম তালিকায় সবাইকে ছাপিয়ে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হিসেবে উঠে এসেছেন জসপ্রীত বুমরাহ। কপিল দেব থেকে শুরু করে জাভাগল শ্রীনাথ হয়ে ভেঙ্কটেশ প্রসাদ ও জাহির খানের মতো পেসারদের মতো পেসাররাও এই রেকর্ড গড়তে পারেনি।




আজ পর্যন্ত দেশের কোনও স্পিডস্টার আইসিসি টেস্ট তালিকায় এক নম্বর হতে পারেননি। আর সেই তালিকায় নিজেকে এক নম্বরে তুলে আনলেন বুমরাহ। ৩০ বছরের আহমেদাবাদের বাসিন্দা বুমরাহের এই কৃতিত্ব যে ঐতিহাসিক তা বলার অপেক্ষা রাখে না।