Interim Budget 2024: প্রত্যক্ষ এবং পরোক্ষ কর অপরিবর্তিন, ঘোষনা নির্মলা সীতারামনের

Sitaraman


কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার টানা ষষ্ঠ বাজেট পেশ করে বৃহস্পতিবার আয়কর হারে কোনও পরিবর্তনের ঘোষণা দেননি।



"আমি আমদানি শুল্ক সহ প্রত্যক্ষ এবং পরোক্ষ করের জন্য একই করের হার বজায় রাখার প্রস্তাব করছি," সীতারামন বলেছিলেন।



2023 সালের শেষ বাজেটে, সীতারামন মধ্যবিত্তদের লক্ষ্য করে ব্যক্তিগত আয়করের উপর বেশ কয়েকটি পরিবর্তন ঘোষণা করেছিলেন।



নতুন কর ব্যবস্থায় ছাড়ের সীমা 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 7 লক্ষ টাকা করা হয়েছে। এইভাবে, যারা নতুন করের ব্যবস্থা নির্বাচন করছেন, তাদের বার্ষিক 7 লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না।



আয়কর পরিবর্তন না করার কারণ জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা, ‘‘ভোটের বছর বলেই এ বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত ঘোষণা করলাম না।’’ যদিও এর আগে ২০১৯ সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেড়েছিল আয়কর ছাড়ের উর্ধ্বসীমা। নির্মলা জানান, আগামী মার্চ মাস পর্যন্ত যে কর কাঠামো বহাল রয়েছে, পরবর্তী বাজেট পর্যন্ত তার সময়সীমা বাড়ানো হল।