Interim Budget 2024: ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন: বাজেট ভাষনে নির্মলা

Nirmala Sitaraman



আজ অন্তর্বর্তী বাজেট (Interim Budget 2024 ) পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ( Nirmala Sitharaman)।এই নিয়ে টানা ষষ্ঠবার বাজেট পেশ করছেন তিনি। সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে কেন্দ্রীয় বাজেটে নজর কাড়ে কোন বিষয়গুলো সেদিকেই নজর সকলের। নতুন সংসদ ভবনে প্রথমবার, অন্তর্বর্তী বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এটাই দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট। আজ অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশের মধ্যে দিয়ে নজির স্থাপন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।


বাজেট অধিবেশনে কোন কোন পয়েন্ট: 

অর্থমন্ত্রী বলেন, গরির কল্যাণ হল দেশের কল্যান। ২৪ কোটি মানুষকে গরিবির হাত থেকে উদ্ধার করেছে সরকার। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধিত কোটি কোটি টাকা বাঁচিয়েছে।

যুবকদের উন্নতি দেশের উন্নতি। স্কিল ইন্ডিয়া মিশন ১.৪ কোটি যুবককে প্রশিক্ষণ দিয়েছে।

সরকার ৭টি আইআইটি, ১৬ আইআইআইটি, ৭ আইআইএমএস, ১৫ এইমস ও ৩৯০ বিশ্ববিদ্যালয় তৈরি করে ছে এই সরকার।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেছিলেন যে তিনটি দল - গরিব, মহিলা এবং অন্নদাতা (দরিদ্র, মহিলা এবং কৃষক) - সরকারের জন্য অগ্রাধিকার।

শিক্ষাক্ষেত্রে মেয়েদের সংখ্য়া ৩০ শতাংশ বেড়েছে। কাজের জায়গায় মেয়েদের সংখ্যা বেড়েছে। তিন তালাক, সংসদের মেয়েদের জন্য রিজার্ভশন, ৭০ শতাংশ পিএম আবাস য়োজনার ঘর তাদের আরও শক্তিশালী করেছে। তাদের মর্যদা বাড়িয়েছে।


STEM কোর্সে মহিলা নথিভুক্তি গত দশকে ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আরও দুই কোটি বাড়ি তৈরি করা হবে - গ্রামীণ

আয়ুষ্মান ভারত প্রকল্পটি সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে প্রসারিত করা হবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন।

এদিন ৩টি রেল করিডোর করার ঘোষণা দেন তিনি। এগুলি হল এনার্জি-সিমেন্ট-মিনারেল করিডোর, পোর্ট করিডর, হাই ট্রাফিক ডেনসিটি করিডোর। পিএম গতিশক্তির অধীনে নির্মিত হভে হাইট্রাফিক করিডোর যা যাত্রীদের গতি ও নিরাপত্তা বাড়বে। ডেডিকেটেড করিডর তৈরি ফলে জিডিপি বাড়বে।

৪০ হাজার সাধারণ রেল বডিকে বন্দেভারতের বগিতে পরিণত করা হবে।

পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষ করে কোনো পরিবর্তন হচ্ছে না বলেই জানিয়েছেন সীতারমন।