উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে প্রেমিকাকে নিয়ে চম্পট !


উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে প্রেমিকাকে নিয়ে চম্পট !
ছবি প্রতীকী 


ধূপগুড়ি: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার থেকে প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা। অন্যদের মতো পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়েছিল ধূপগুড়ির এক নাবালক। কিন্তু কে জানত সেই নাবালক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে প্রেমিকাকে নিয়ে চম্পট দেবে।


নাবালকের পরিবার ভেবেছিল ছেলে পরীক্ষা দিতে গেছে। কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। পরে বন্ধুদের মাধ্যমে পরিবারের লোক জানতে পারে একাদশ শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়েছে সে।


নাবালিকা মেয়েটিরও বাড়ি ধূপগুড়ি এলাকায়। পরিবার সকাল থেকে নাবালিকার খোঁজ না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করে মেয়েকে। কিন্তু খুঁজে না পেয়ে দ্বারস্থ হয় ধূপগুড়ি থানার। নাবালিকা মেয়েটি একাদশ শ্রেণীতে পড়ে।


এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই ঘটনায় পরীক্ষার্থী ও পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।