কোচবিহারে মেয়ে ঋতিকা আজ গোটা দেশের অহঙ্কার


Cooch Behar girl Ritika Sheel Sharma is the pride of the entire country today


হিন্দি রিয়ালিটি টিভি শো "ডান্স প্লাস প্রো" এর টপ-Aতে ইতিমধ্যেই পৌঁছে গেছে কোচবিহারের মেয়ে ঋতিকা শীল শর্মা। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা কোচবিহার। এই জেলারই প্রত্যন্ত গ্রাম ডোডেয়ারপাড়ের মেয়ে ঋতিকা।

Cooch Behar girl Ritika Sheel Sharma is the pride of the entire country today

গত বছর ডান্স-ডান্স জুনিয়ার সিজন-৩ এ সেমিফাইনালিস্ট ছিল ঋতিকা। ঋতিকার স্বপ্ন, ড্যান্স এর মাধ্যমে একদিন পুরো পৃথিবী তাকে চিনবে এবং তাকে জানবে।

Cooch Behar girl Ritika Sheel Sharma is the pride of the entire country today

তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য অনেকটা পথ পেরিয়ে বর্তমানে সে বোম্বের এক খ্যাতনামা রিয়ালিটি টিভি শো ডান্স-প্লাস-প্রো তে টপ -A পৌঁছে গেছে। যা সম্প্রচারিত হয় স্টার প্লাস ও ডিজনি প্লাস হটস্ স্টারে। প্রত্যেক শনিবার ও রবিবার সন্ধ্যে ছটায়।

এখন তার জীবনের স্বপ্নের উড়ানে পৌঁছুতে সাহায্য করবে সাধারণ মানুষের প্রাণ ভরা ভালোবাসা এবং বুক ভরা আশীর্বাদ।

Cooch Behar girl Ritika Sheel Sharma is the pride of the entire country today

তার বাবা একজন পেশায় সাধারন বেসরকারি কর্মী, অপরদিকে মেয়ের নাচের খরচ এবং নাচের ক্লাসের সুবিধার জন্য পরিচারিকার কাজ করেন মা পূজা শীলশর্মা। শুধুমাত্র মেয়ের স্বপ্নকে পূরণ করতে স্বামী সংসার থেকে দূরে অর্থাৎ কোচবিহার থেকে শিলিগুড়িতে গিয়ে ভারা বাড়িতে থাকা শুরু করেন।

Cooch Behar girl Ritika Sheel Sharma is the pride of the entire country today

সংবাদ মাধ্যমে মা পূজা শীলশর্মা জানিয়েছেন- অনেক সঙ্কটের মধ্যেও মেয়ের নাচ শেখানো বন্ধ করিনি। আজ মেয়ের জন্য গর্ব হচ্ছে।