কোচবিহার থেকে কলকাতা, শুরু হলো অধিকার যাত্রা
সিতাই থেকে শুরু হল পশ্চিমবঙ্গ রাজ্য কো-অর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা। কোচবিহার জেলার সিতাই থেকে শুরু হয়ে আগামী ১০ই মার্চ শেষ হবে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এরপর আগামী ১৪ই মার্চ রাজ্য কোষাগার থেকে বেতন শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষা কর্মীদের যৌথ মঞ্চের ডাকে হবে নবান্ন অভিযান।
আজ এই যাত্রা সিতাই থেকে শুরু হয়ে কোচবিহার যাবার পথে দিনহাটা পাঁচ মাথার মোড়ে পথসভা করে পদযাত্রার পদযাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় ছাত্র-যুব-মহিলা সংগঠনের তরফে।
এদিনের এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য কো অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে এই হকের লড়াইয়ে সকল মানুষকে সামিল হবার আহ্বান জানান।
সম্প্রতি শেষ হয়েছে DYFI এর ইনসাফ ব্রিগেড।লোকসভ নির্বাচনের মুখে এই কর্মসূচিতে বামপন্থী ছাত্র যুবদের নজরকাড়া উপস্থিত লক্ষ্য করা গেছে।
এই পদযাত্রা সাফল্য দেখে উদ্বুদ্ধ হয়েছেন বামপন্থী সরকারি কর্মচারীরা। তাই এবার তাঁরাও কেন্দ্রীয় হারে ডি এ, সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগ সহ বিভিন্ন দাবী নিয়ে আগামী ১৭ ই ফেব্রুয়ারী থেকে ১০ ই মার্চ মার্চ পর্যন্ত কোচবিহার থেকে যাদবপুর পর্যন্ত ইনসাফ যাত্রা করবে বামপন্থী সরকারি কর্মচারীরা।
রাজ্য কো অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক তথা রাজ্য কাউন্সিল সদস্য মনোজিৎ দাস বলেন, রাজ্য জুড়ে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। বেকার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছেনা। অথচ হাজার হাজার সরকারি পদ শূন্য হয়ে পড়ে আছে। সব দপ্তরে চুক্তি ভিত্তিক লোক দিয়ে কাজ করানো হচ্ছে।আমাদের প্রচুর ডি এ বকেয়া রয়েছে। তাই এবার আমরাও ঠিক করেছি এই বঞ্চনার কথা আমরা আমাদের কর্মচারী পরিবারের কাছে তুলে ধরবো। তাই আসন্ন লোকসভা নির্বাচনের আগে আমরা কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ইনসাফ পদযাত্রা করে আমাদের কর্মীদের পরিবার গুলিকে সচেতন করবো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊