অনুষ্ঠিত হল সেন্ট পিটার্স ইংলিশ স্কুলের অ্যানুয়াল ডে সেলিব্রেশন
অনুষ্ঠিত হল সেন্ট পিটার্স ইংলিশ স্কুলের অ্যানুয়াল ডে সেলিব্রেশন। কোচবিহার জেলার ঘোকসাডাঙা এলাকার প্রেমেরডাঙা খট্টিমারিতে অবস্থিত সেন্ট পিটার্স ইংলিশ স্কুল। এদিন এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন প্রেমের ডাঙা দেওয়ান বর্মন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক প্রাণ গোপাল কর। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মানিক রায়, জিতেন চন্দ্র বর্মন ফটিক বর্মন নতুন বর্মন এছাড়াও এলাকার আরো স্বনাম ধন্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এদিনের এই অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থী থেকে অভিভাবক অভিভাবকাদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। নাচে-গানে জমজমাট এক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন। একক নৃত্য থেকে দলগত নৃত্য, নেপালি, হিন্দি ও ইয়গা নাচ নজর কেড়েছে দর্শক মহলে। বিশেষ নজর কাড়ে শিক্ষক শিক্ষিকাদের দলগত গান। সবকিছু মিলে এক সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন। বিদ্যালয়ের এক অভিভাবিকা মনিকা পারভীন বিদ্যালয়ের এই অনুষ্ঠানের প্রশংসা করার পাশাপাশি সকল শিক্ষক শিক্ষিকাদের ও অধ্যক্ষকে ধন্যবাদ জানান।
২০২৩ সালে কোচবিহারের প্রেমেরডাঙায় পথ চলা করে ইংরাজী মাধ্যমের এই স্কুল। এটি অত্র এলাকার একমাত্র ইংরেজি মাধ্যম স্কুল। গুটি গুটি পায়ে একটা বছর কাটিয়ে এক দুই করে এখন শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫০। বিদ্যালয়ের পড়াশুনা থেকে শুরু করে সাংস্কৃতিক ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় মুগ্ধ করেছে অভিভাবক অভিভাবকাদের। এমনটাই জানিয়েছেন অভিভাবিকা মনিকা পারভীন। অভিভাবক অভিভাবকারা এই বিদ্যালয় নিয়ে বেশ আশাবাদী। অধ্যক্ষ মানিক রায়ের প্রচেষ্টায় কমল রায়ের জমি প্রদানে এই বিদ্যালয় গড়ে উঠেছে। সকলেই আশাবাদী ভবিষ্যতে অত্র এলাকার একাধিক নক্ষত্র এই স্কুল থেকে সৃষ্টি হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊